আমাদের কথা খুঁজে নিন

   

এই সময়ের সঙ্গী...

প্রখর রোদ থেকে শরীর বাঁচাতে প্রয়োজন একটি ছাতার। সবচেয়ে বড় কথা ছাতা শুধু রোদের তাপ থেকেই রক্ষা করে না, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও শরীর বাঁচায়। ত্বককে রক্ষা করে। তাই প্রয়োজন ছাতার। ছাতা চিহ্নটি সুরক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ছাতা আপনাকে রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচায়। এই ছাতাটিও হতে পারে আপনার ফ্যাশনেরই একটা অংশ। ছাতার জগৎ এখন পুরোটাই রঙিন। যা আপনার স্মার্ট লুকটাকে বরং আরেকটু বাড়িয়ে দিতে পারে। ফ্যাশনের কথা মাথায় রেখেই আপনি বেছে নিতে পারেন বাহারি ডিজাইনের বাহারি রঙের ছাতা।

নানা রং ও নকশার বিভিন্ন ব্র্যান্ডের ছাতা পাওয়া যায় বাজারে। দাম-দরেও ভিন্নতা দেখা যায়। বাজারে দুই রকমের ছাতা বেশি পাওয়া যায়। বড় কালো ছাতা এবং ভাঁজযুক্ত ছাতা। এই ছাতাগুলো বেশ টেকসই।

শিশুদের জন্য উজ্জ্বল রং ও নকশার ছাতা রয়েছে। দেশি ছাতার পাশাপাশি বিদেশি ছাতার চাহিদাও রয়েছে। আকৃতিতে ছোট, সহজে বহনযোগ্য ও নানা রঙের সম্ভার থাকায় ভাঁজ করা যায় এমন ছাতার জনপ্রিয়তা রয়েছে। সুইচ দিয়ে খুলবে এবং বন্ধ হবে এমন ছাতাও আছে। বিশেষ করে মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন রঙের বৈচিত্র্যময় ছাতা।

বর্ষার সঙ্গে আকাশি নীলের একটা মিল রয়েছে। হালকা নীল রঙের ছাতায় সৌন্দর্য ভালোই ফুটে ওঠে। এ ছাড়াও লাল, সবুজ, হালকা কমলা, বেগুনি, বিভিন্ন প্রিন্টের, পাতার নকশা ইত্যাদি রঙের-ডিজাইনের ছাতাও ব্যবহার করতে পারেন। আর পোশাকের সঙ্গে মিল রেখেও ছাতার রং বেছে নিতে পারেন। এতে করে আপনার ফ্যাশনেবল 'লুকটা' আলাদা মাত্রা পাবে।

-রকমারি প্রতিবেদক

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।