ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, সর্বশেষ ধাপে উপজেলা নির্বাচনে সরকারদলীয় ক্যাডাররা সীমাহীন কারচুপি, কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলনের এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে সরকার তাদের বাকশালি চরিত্রের প্রকাশ ঘটিয়েছে। গতকাল পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
চরমোনাই পীর বলেন, সরকার দলীয় প্রভাবমুক্ত নির্বাচন জাতিকে উপহার দিতে পারেনি। নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সীমাহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, বিরোধী দল ও মতের এজেন্টদের বের করে দেওয়া, মারধর করে সরকার অত্যন্ত খারাপ ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমান সরকারকে এ চরিত্র থেকে বের হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।