আমাদের কথা খুঁজে নিন

   

হু ওয়ান্টস টু বি এ ক্যাঙ্গারু কিলার... রুচি বদলান... ক্যাঙ্গারু খান... দৈহিক ও মানসিক শক্তি বাড়ান...


যারা যারা শিকারে যেতে চান... সিরিয়াল দেন... লাইনে আসেন... আর অল্প কিছুক্ষন পরেই শিকারের উদ্দেশ্যে রওনা হচ্ছি... আজই শিকারের শেষ দিন... শিকার চাই-ই চাই।

আজকের অনারেবল গেষ্টসরা হলো আমাদের ফ্ল্যাশ মবাররা... ওনারা সামনে থাকবে... হইহই রইরই করবে। আর শিকারগুলো কোনঠাসা হয়ে পড়লেই আক্রমন শুরু।

খেলার জন্য রাস্তা কাঁপতেছে অথচ আমাদের মাঠ কাঁপানো দামালরা শীতল... সেজন্যই এই শিকারের ব্যবস্থা করা হয়েছে। শুনেছি ক্যাঙ্গারুর লেজের সুপ একবার খেলে কয়েক বছর এনার্জির কোন কমতি হয়না।

অথবা সেই সুপের গল্প করেই অনেকটা সময় কোনপ্রকার প্রাপ্তি ছাড়াই পার করে দেওয়া যায়।

সব রকমের প্রস্তুতি প্রায় শেষের পথে। দা বটি ছুড়িতে ধার দেওয়া থেকে শুরু করে চুলা বানানো সামিয়ানা টাঙানো পলিথিন ইত্যাদি সাহায্যকারী সরঞ্জামাদি মোটামোটি রেডি।

শিকার শুরু হবে সূর্য্য কিছুটা পশ্চিমে হেলে গেলেই। শিকার চলবে মোটামোটি ঘন্টা তিনেক।

সন্ধ্যার শুরু থেকেই রান্না বান্নার কার্যক্রম শুরু। অতঃপর খাওয়া দাওয়া।

তো কে কে কারা কারা যেতে চাচ্ছেন নিজ হস্তে ক্যাঙ্গারু বধ করতে_হুম ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।