৪০ বছরের ধুলার তলে পাওয়া গেছে ১৯৬৯ সালের একটি ফোর্ড গাড়ি। যা একটি গ্যারেজের ভেতর জমা ছিল। আর প্রায় অবিকৃত অবস্থায় এ গাড়িটি পাওয়া গেছে। গাড়ি বিশেষজ্ঞদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাড়িটি। এ বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ ও ইয়াহু।
ল্যারি ব্রাউন নামে এক সংগ্রাহক ফোর্ড মুসতাং শেলবি জিটি ৪২৮ কোবরা জেট গাড়িটি গ্যারেজে সংরক্ষণ করে রেখেছিলেন। ১৯৭৩ সালের পর থেকে তিনি গাড়িটি আর চালাননি। সে সময় গাড়িটির মাইলেজ ছিল ৮,৫৭৩ মাইল। গ্যারেজে রাখার পর ব্রাউন গাড়িটি আর কখনো ধোয়ারও চেষ্টা করেননি।
১৯৬৯ সালে ব্রাউন গাড়িটি কিনেছিলেন ৫,২৪৫ ডলারে।
তবে এখন গাড়িটির মূল্য লাখ ডলার হতে পারে।
গাড়িটি সম্প্রতি নিলামে তোলার জন্য তালিকাভুক্ত হয়েছে। এর স্পার্ক প্লাগ, বেল্ট, ফ্যান ও হোস এখনো অরিজিনাল রয়েছে। গাড়িটিতে ১৯৬৮ সালের পরে সংযোজিত একমাত্র যন্ত্রাংশ হলো টায়ার।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।