আমাদের কথা খুঁজে নিন

   

১১ উপজেলায় বিএনপির নিরুত্তাপ হরতাল

সোমবার পঞ্চম দফা নির্বাচনে ভোট কারচুপি, ব্যালটবাক্স ছিনতাই, ব্যাপক জাল ভোটসহ বিভিন্ন অভিযোগে গতকাল সাত জেলার ১১ উপজেলায় বিএনপি-জামায়াতের ডাকে হরতাল পালিত হয়েছে। প্রতিনিধিদের খবর-

নারায়ণগঞ্জ : আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল করেছে ১৯ দলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার। দুপুরে মিছিলটি আড়াইহাজার বাজার প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় বিএনপির ডাকা আধাবেলা হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরগুনা : জেলায় হরতালের সমর্থনে দলীয় কোনো নেতা কর্মীকে মাঠে দেখা যায়নি।

সব রুটে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ফেনী : ছাগলনাইয়ায় হরতালের সমর্থনে বিএনপি কোনো মিছিল বা পিকেটিং করেনি। সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলায় হরতাল ডেকে মাঠে ছিল না বিএনপি নেতা-কর্মীরা। হয়নি কোনো মিছিল-সমাবেশ বা পিকেটিং। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় হরতাল ডেকে মাঠে ছিল না বিএনপির নেতা-কর্মীরা।

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটায় সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে টহলরত ছিল পুলিশ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।