আমাদের কথা খুঁজে নিন

   

"কুলাঙ্গার"(পজিটিভ এবং নেগেটিভ)

সকল কাজেরই পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিক থাকে। যখন কোন কাজ শুরু করি, তখন সব নেগেটিভ দিক গুলো মস্তিস্কে জড়ো হয়। মানুষ পারে না, এমন কিছুই নেই। এই জীবনকে যতটা কঠিন মনে করা হয়, ততটা নয়। জটিলতা আসে জটিল চিন্তাভাবনা থেকে। ছোট্ট একটা জীবন,অবাস্তব সব চিন্তাভাবনা। এতো জটিলতার তো মানে হয় না।

কিন্তু তাই বলে এবার আর থেমে যাবনা। যদি সফলতা আসে তখন এই "কুলাঙ্গার"(পজিটিভ এবং নেগেটিভ) গুলাই মাথায় নিয়ে নাচবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।