আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারাদিনে যা যা করেছেন একবার ভাবুন......

আমি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, এমন কয়টি দিন আছে আমরা গরবের সাথে স্মরণ করতে পারি ? প্রথম স্কুলের দিন, প্রথম কলেজের দিন, প্রথম ইউনিভার্সিটি র দিন, প্রথম অফিসের দিন, সাথে হয়তো আরও ৮/১০ টা। আজ সারাদিনে যা যা করেছেন একবার ভাবুন, এইবার লিখতে বসুন- কিছুই আসবে না !!! হয়তো কেউ কেউ আজ অনেক কিছু করেছেন তাদের কাছে লেখার অনেক কিছুই আসবে। আসুন ভালভাবে বাঁচি, প্রতিদিনের কাজের খতিয়ান প্রতিদিন করি, সৃষ্টিকর্তাকে প্রতিদিন স্মরণ করি, প্রতিদিন বেহেশতের জন্য কাজ করি। প্রতিটি দিনকে স্মরণীয় করে রাখতে একটি ভাল কাজই যথেষ্ট। এইবার আর একটা জিনিস চেষ্টা করুন, একবার ভেবে দেখুন আজ সারা দিনে কয়টি মিথ্যা কথা বলেছেন আর কয়টি সত্য ? অবাক হওয়ার কিছু নেই, মিথ্যা তাই বেশি হবে। সত্যি বলতে কী আমার ক্ষেতে ও তাই……..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।