এতো ক্লান্তি লাগে কেন
নির্ঘুম চোখ ভেঙ্গে আসে তবু ঘুম নেই তবু ঘুম নেই
ব্যাথা বেদনায় মন ভেঙ্গে যায় মরে যায় চেনা মুখগুলো
নীল জোৎস্নার সোহাগী চাদর কি তবে যারা সুখে থাকে আদরে সোহাগে তাদের জন্য
কেন যে আমার মরতে ইচ্ছে করে
শবযাত্রা কি তবে আজ রাতে হবে
(যশোরের মণিরামপুর উপজেলায় আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরী শ্রমিককে ধর্ষণ করছেে দুর্বৃত্তরা।
রোববার রাত ১২টার দিকে চন্ডীপুর মান্দারতলা এলাকায় এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে টহল পুলিশ।
মনিরামপুর থানার এসআই শরীফ হাবিব জানান, ঘটনার শিকার দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।...
রাতের শিফটে কাজ শেষে শ্রমিকরা মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি বিভিন্ন এলাকায় শ্রমিকদের নামিয়ে দিয়ে মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চল চন্ডীপুর মান্দারতলা এলাকায় পৗেঁছায় রাত ১০টার দিকে। তখন বাসটিতে ওই দুই কিশোরীসহ অন্তত চারজন ছিলেন।...)১
হলে হোক চলো যাই সব শোক লিখে রাখি অন্ধ এপিটাফে
তারপর সৃষ্টি করি মানুষের দল যারা নতমুখ ভদ্রবেশ আমাদের মতো
আয়নায় কতো আর দেখবো নিজেকে
রাত কতো হলো
গাড়ি বুঝি পৌঁছল বাড়ির ইস্টিশন
বৃষ্টি নামল বুঝি নাকি দৃষ্টিহীন চোখের পাতায় জমলো শিশির...
১. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ৩১ মার্চ, ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।