আমাদের কথা খুঁজে নিন

   

বেশ আছি ছদ্মবেশে

স্বার্থপর সৃজিত এ পাশব নগরে
মন ও মানবিক বোধের কি মূল্য আছে ?
কেননা, কবে -কোন ভুলে স্বীকার করেছি; আমিও মানুষ
পিতামহ কিংবা পূর্বপুরুষের জন্মের ঋণে !
সহস্র শতাব্দী পরে এই কৃতজ্ঞতার কি কোনো মূল্য আছে ?
আমি তো বুনো চেহারার খোলস খুলে
কসমেটিক সার্জারিতে বদলে নিয়েছি নিজের রূপ
আর কি নাম নিতে পারি আমি
মানুষ বিনে ?
বুদ্ধির জোরে মানব পোশাকে দানব হয়ে
বেশ আছি ছদ্মবেশে
স্বার্থে-ব্যর্থে -বিকৃতির স্খলনে
কেননা, সভ্যতার নেকাবে আমি দুষ্কর্ম লুকাতে পারি বলে
আজো আমি শ্রেষ্ঠ !
প্রবঞ্চক মন তাই অন্যকিছু নয়
মানুষ ভাবতেই স্বচ্ছন্দ্য হয় !
-প্রান্তিক জসীম
২.৪.১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।