ভালবাসা নিম্নগামী মা যে আমার পূর্ণিমার চান
জ্যোৎস্না ভরা রাতি
মা’ই আমার জীবন প্রদীপ
অমাবস্যার বাতি।
তার তুলনা তুল্য কে রে
আসমান না জমিন
মা’ই আমার দো’জাহানের
পরিপূর্ণ সাকিন।
মা যে আমার মাটির মত
সব চাইতে খাঁটি
মা’ই আমার বেহেস্তের বাগান
তার রঙ্গিন প্রজাপতি।
মা’ই আমার পাক কোরআনের
আলিফ লাম মীম।
সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি
মানুষ এই জগতে
মা’ই আমার চোখের দৃষ্টি
স্বপ্ন ভরা রাতে।
মায়ের চেয়ে কেউ নয় সেরা
তুমি জান্নাতের জমিন।
মাকে আমি কতদিন যে
চোখে দেখি না
কোথায় আছ কেমন আছ
সুখে থাক মা।
তোমার হাসি মাখা মুখটি যেন
দেখি চির দিন। ।
মা’ই হল বিশ্বের সেরা
আমার বিশ্ব জননী
মা’ই আমার শ্বাস নিঃশাস
মোর পবিত্র ধরণী।
কোহিনূরের কাছে মা হলো
চোখের কালো মানিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।