বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপস হোয়াটস অ্যাপ এবার বার্তা আদান-প্রদানের নতুন রেকর্ড করল। ১ এপ্রিল ২৪ ঘণ্টায় হোয়াটস অ্যাপ ব্যবহার করে ছয় হাজার ৪০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়েছে। এর মধ্যে দুই হাজার কোটি বার্তা পাঠানো হয়েছে এবং চার হাজার ৪০০ কোটি বার্তা গ্রহণ করা হয়েছে।
নতুন রেকর্ডের এ বিষয়টি গতকাল ২ এপ্রিল নিজেদের টুইটারে জানিয়েছেন হোয়াটস অ্যাপ (www.whatsapp.com) কর্তৃপক্ষ। এর আগে গত জানুয়ারি মাসের একটি দিনে এ সংখ্যা ছিল পাঁচ হাজার কোটি।
বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে এসএমএস, ছবি, ভিডিও এবং অডিও ফাইল আদান-প্রদানের সুবিধা পাওয়া যায় হোয়াটস অ্যাপে।
তুমুল জনপ্রিয় হোয়াটস অ্যাপটি সম্প্রতি এক হাজার ৯০০ কোটি ডলারে কিনে নেয় ফেসবুক। আইওএস, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ও নকিয়ায় ব্যবহার করা যায় হোয়াটস অ্যাপ। ফলে, মুঠোফোনে ব্যবহার করা যায় এমন বার্তা আদান-প্রদানের অ্যাপের মধ্যে শীর্ষে আছে এটি। বর্তমানে প্রায় ৪৬ কোটি পাঁচ লাখ ব্যবহারকারী নিয়মিত ব্যবহার করেন হোয়াটস অ্যাপ।
গত বছরের অক্টোবরে এ সংখ্যাটি ছিল ৩৫ এবং ডিসেম্বরে ৪০ কোটি। —টাইমস অব ইন্ডিয়া ও সিনেট অবলম্বনে কাজী আলম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।