আমাদের কথা খুঁজে নিন

   

এএসআই'র পিস্তলের গুলিতে কনস্টেবল হাসপাতালে

গাজীপুর জেলা কারাগারের সামনে বৃহস্পতিবার সকালে পুলিশের পিস্তলের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবল আব্দুল হালিম (৫৮) গাজীপুর মহানগরের ঝাঝর এলাকার বাসিন্দা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বিভিন্ন মামলার আসামি গাজীপুর আদালতে নিয়ে যেতে হালিমসহ কয়েকজন কনস্টেবল নিয়ে কোর্ট পুলিশের এএসআই ফজলুল হক সাড়ে ৮টার দিকে কারাগারে যান। মূল কারাঅভ্যন্তরে অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় পিস্তলটি হালিমের কাছে রেখে ফজলুল হক জেলারের কক্ষে প্রবেশ করেন।

হালিম পিস্তলটি নিয়ে নাড়াচড়া করার সময় হঠাৎ এক রাউন্ড গুলি বেরিয়ে হালিমের পেটে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে এএসআই ফজলুল হক জানান, কারাগারে প্রবেশের সময় অন্য এক অফিসার হালিমের নিকট তার অস্ত্রটি রেখে যায়। ওই অস্ত্র থেকে মিস ফায়ারের পর গুলির খোসা হালিমের পেটে লাগে এবং সামন্য রক্তপাত হয়। তবে তিনি ওই অফিসারের নাম জানাননি।

গাজীপুর কোর্টের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। শুনেছি অসাবধানতা বশতঃ গুলি বের হয়ে মাটিতে লেগে খোসা হালিমের বেল্টে লেগেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।