মাইক্রোসফট ভুল বসত উইন্ডোজ ৮.১ এর আপডেট ফাইল গুলো লিক করেছে । যেটার নাম ছিল Windows 8.1 Update 1 Spring এই আপডেট ফাইল টা অফিসিয়ালি রিলিজ করার কথা ছিল এপ্রিল এ । যাই হোক তার অনেক আগেয় এ আমরা পেয়ে গেছি , আর যারা এখনও আপডেট করতে পারে নি তাদের জন্য আজকে আমার এই পোষ্ট আশা করি কাজে আসবে।
আমি ডাউনলোড করবার জন্য নেটে অনেক খুজা খুজি করি কিন্তু যে সব লিংক গুলো পেলাম তার সব এ মাইক্রোসফট ডিলিট করে দিয়েছে ওর লিংক ডেড ।
সব শেসে কার্যকারী লিংক পেলাম ডাউনলোড করলাম তারপর ইন্সটল ।
এই আপডেট ভার্সন টি তে বেস কিছু নতুন ফিচার জুক্ত হয়েছে , আপডেট করলে আপ্নারা এ ভুজতে পারবেন।
আর বেসি কথা না বারিয়ে কাজের কথাই আসি। এখানে দুটো ভার্সন আছে একটি ৬৪ বিট ও ৩২ বিট আপনার সিস্টেম আনুজায়ি ডাউনলোড করবেন। এটি standalone MSU files তাই ডাউনলোড করে শুধু ইন্সটল করলে আপডেট হয়ে যাবে। 6 টি ফাইল আছে সব গুলো ফাইল জিপ ফাইল এ আছে ডাউনলোড করে উন জিপ করে পর পর ৬ টা ফাইল ইন্সটল করবেন ।
ফাইল সাইজ ৬৪ বিট - ৭৮০ এমবি- DOWNLOAD
ফাইল সাইজ ৩২ বিট - DOWNLOAD
৩২ বিট টা আমি ইন্সটল করে দেখিনি তাই এটার সম্পর্কে বলতে পারবনা । ডাউনলোড লিংক টা কপি করে IDM এ এড URL এ পেস্ট করে ডাউনলোড করেন।
আসুবিধা হলে এই পোষ্ট টা দেখতে পারেন windows 8.1 update 1
কমেন্ট এর অপেক্ষাই রইলাম। একটু সময় হলে গুগল প্লাস এ আমাকে অ্যাড করলে অনেক উপক্রিত হতাম
https://plus.google.com/+SaumenTikadar
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।