আমাদের কথা খুঁজে নিন

   

এই গরমে সরকারি চাকুরে.......

কোনো কিছুই বাস্তব নয়, সব আধ্যাত্মিক।

নদী নক্ষত্র নারীর নীড়
আলোর ভীড়, তোমার আমার গভীর ভালোবাসা
ভালোবাসার সুবাস কোনো কিছুই বাস্তব নয়,
এক অদৃশ্য নির্দেশে অকস্মাৎ জন্মানো শ্যাওলা__আধ্যাত্মিক
স্ফূরণে প্রাণ আনে শুকনো কাঠের কোটরে।

কোনো কিছুই বাস্তব নয়,
চোখের সম্মুখে যা দেখি, তা মুলত ভ্রম,
চোখের দৃষ্টির উৎস, ভালোবাসার কেন্দ্র, নারীর সৌন্দর্য
তোমার আমার কথার স্বর, ধ্বনির ব্যঞ্জনা
পাঁজরের ফ্রেমে বন্দি প্রাণের নৃত্য__সব যাদুর মন্ত্র

কোনো কিছুই বাস্তব নয়__সব আধ্যাত্মিক।

ভালোবেসে প্রাণ বলি দিলে
প্রাণ কোথায় পেলে তুমি ? প্রাণ কেনো নড়ে চড়ে খেতে চায় ?
প্রাণ কেনো ভালোবাসতে চায় ?
প্রাণ পালালে প্রেম পালায় কেনো__যায় কোথায় ?

নিথর দেহ ভাগাড়ে ফেলে প্রাণ শুন্যে গিয়ে মিটি মিটি হাসে,
ভালোবাসার দেহ মুত্তিকার উর্ববতা বাড়ায়__

বাস্তব বলে কিছু নেই__সব আধ্যাত্মিক
আমরা বাস্তব বলে যা দেখি__সেটা দেখার ভ্রম
ধর্ম প্রাণ প্রেম নারীর নীড় পুরুষের পৌরুষ সব আধ্যাত্মিক মন্ত্র
এক অলৌকিক যন্ত্র।
০৩.০৪.২০১৪

কোনো কিছুই বাস্তব নয়, সব আধ্যাত্মিক /
শাফিক আফতাব /

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।