আমাদের কথা খুঁজে নিন

   

মেঘখণ্ড

কোনো কোনো দিন বারান্দায় ঢুকে পড়ে ফিরে যাওয়া মেঘ

কাঁটা লাগে চামড়ায়, ভেজা চামড়া

জানিয়ে দেয় অনুভূতিগুলো এখনো জীবিত।

কিছু মেঘখণ্ড ঝুঁকে আসে শিয়রের দিকে

কষ্টকর দীর্ঘ পথটা শুরু হবে বলে

প্রশান্তির চাদরে জড়ানো পৃথিবীটাকে

কোনো কোনো দিন বিছানায় পাই একটা আধটা চুল

অর্ধেক সাদা-কালো কিছুটা রুক্ষ্ম।

কোনো দিক থেকে বাতাস কিংবা আলো হয়ে ঢুকবে মৃত্যু

ওষুধে কাজ হবে না, শরীরের উত্তাপ কমে যাবে

পরিত্যক্ত পৃথিবী ভ্রমণ শেষে অনুভূতির অজস্র দ্বায় নিয়ে ফিরে যাবো অদৃশ্যে।

কোনো কোনো দিন ছাপা কাগজ নানা রঙ পেন্সিল

দরজা খুলে দেখ গাঢ় মেঘ ঘিরে ফেলে

গুণকীর্তন গাইব মনে, ভিতর অশান্ত জ্বালা

আলোকের ছড়াছড়ি সেই বন্ধু কোথায়-

যে শুধু মিষ্টি হাসিমুখ নিয়ে ঘুমিয়ে পড়তো!

বাড়ির পক্ষীটাকে হাটে বেচে দে,

নয়তো রেখে আয় ধু ধু বালুচরের অনন্ত অসীম সীমানায়

বহুদিন পরে মনে হয় হারিয়ে যাওয়া মেঘ, শিশির, কুয়াশা

নতুন নাকের নথ ঝলমল করছে

গল্প গুজবে রাত বারটা, আকাশে মেঘ, আবার ভালোবাসার সন্ধান!

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।