আমাদের কথা খুঁজে নিন

   

মণি রত্নমের অ্যাকশন ছবিতে ঐশ্বরিয়া!

জুনিয়ার বাচ্চন ঘরণী ঐশ্বরিয়া শেষমেশ ফিরছেন সিনেপর্দায় তাঁর সবচেয়ে পছন্দের পরিচালক মণি রত্নমের হাত ধরেই। তবে হিন্দি নয়, তামিল ছবির পর্দাতেই আপাতত দেখা যাবে ছোট্ট আরাধ্য-র বিশ্বসুন্দরী মাকে।

স্বামী অভিষেক বাচ্চনের সঙ্গে জুটি বেঁধে প্রল্লাদ কক্করের 'হ্যাপি অ্যানিভার্সারি'তেই ফিরবেন ঐশ্বরিয়া। এমনটাই কথা ছিল। কিন্তু সম্প্রতি মণি রত্নমের স্ত্রী সুহাসিনি রত্নম জানিয়েছেন, ঐশ্বরিয়া ফিরছেন মণির ছবিতেই।

হলিউডের জনপ্রিয় দুই ছবি 'মিশন ইম্পশিবেল' ও 'ব্রনি আইডেন্টিটি' থেকে অনুপ্রাণিত হয়েই ছবি তৈরি করতে চলেছেন মণি রত্নম। আর এই ছবিতেই অ্যাকশন প্যাকড চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রায় বাচ্চনকে। তবে শুধু ঐশ্বরিয়া নয়, ছবিতে অভিনয় করবেন নার্গাজুন, মহেশ ও শ্রুতি হাসান। ছবিতে সঙ্গীত দেবেন এ আর রহমান। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

প্রল্লাদ কক্করের ‘হ্যাপি অ্যানিভার্সারি’ ছবিতেও অভিনয় করবেন ঐশ্বরিয়া ও অভিষেক। খবর অনুযায়ী এই ছবিতে দেখা যাবে সুস্মিতা সেনকেও।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।