আমাদের কথা খুঁজে নিন

   

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু .................



০৩.০৪.২০১৪



শাহ আবদুল করীম আমার কাছে এক বিস্ময়ের নাম। কীকরে তিনি এমন সব অসাধারণ গান সৃষ্টি করতে পেরেছেন ভাবতে অবাক লাগে। ঝিলমিল ঝিলমিল করে, বন্ধে মায়া লাগাইছে, আসি বলে গেল বন্ধু, কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু, গাড়ি চলে না চলে না, আমি কুলহারা কলঙ্কিনী, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সখি কুঞ্জ সাজাও, আইলাই না আইলাই না, বসন্ত বাতাসে, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ইত্যাদি অসাধারণ সব গানের স্রষ্টা শাহ আবদুল করিম। একুশে পদক প্রাপ্ত এই শিল্পীর জন্ম ১৫ ফেব্রুয়ারী ১৯১৬ সুনামগঞ্জ জেলায় এবং২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে সিলেটে ইন্তেকাল করেন।

এই গানটা তো অসাধাণ। আমার তো হার্ট বিটে সমস্যা তৈরী করে এই গানটা .................


কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি ...........................



তাঁর মত মহান শিল্পীও এদেশে নিদারুন আর্থিক কষ্টে দিনাতিপাত করেছেন। পাইরেসিরকে না বলতেই হবে। একজন শিল্পীকে তার প্রাপ্য সম্মাণীটুকু দিতে কার্পণ্য করা উচিৎ নয়। একজন শিল্পীর গান শোনে আমি আনন্দ পাচ্ছি আর তিনি তার আইনত প্রাপ্য সম্মানটুকু থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করবেন এটা তো অন্যায়।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।