[৬৬]
সরল কারে কয় গো সখি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
সরল কারে কয় গো সখি
সরল কারে কয়
আপন ঘরে কর তালাশ
সরল হৃদয় । ।
সখি গো-
স র ল তিনটি অক্ষর
মানুষের তিন যায়গাতে রয়,
সাধলে জ্বলবে জ্ঞানের বাতি
হবে অটল অক্ষয় - । ।
সখি গো-
সরলের স সত্য সাধন,
র য়ে রমণী করো জয়,
ল য়ে লোভ বর্জন করো
হবে সরল নিশ্চয় -। ।
সখি গো-
সরল যে জন রসিক সে জন
তার রসালো হৃদয়
অমর পুরে বসতি তাঁর
বাধ্য প্রেমময় -। ।
সখি গো-
সরল রয় কোলের শিশু
মায়ের কোলে রয়,
কত জনে চুমায় তারে
কি আনন্দময় -।
।
সখি গো-
পরশের স্পর্শ পাইলে
যেমন লোহা পরশ হয়,
সু-রসিকের সঙ্গ পাইলে
মানুষ তেমনি সরল হয় -। ।
সখি গো-
সরল ভাবে চলছে নদী
উদার সব সময়
পচা গলা ভাঙ্গা গড়া
নিত্য সয়ে লয় -। ।
সখি গো-
সরল সোজা মোস্তাকীম
ফরিদ মুখের কথা নয়,
সরল মানুষ জ্যন্ত মরা
ছাড়ে লজ্যা ঘৃণা ভয় -। ।
তাং ১১/০৮/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।