আমাদের কথা খুঁজে নিন

   

... খেলাটা এরকমই , সব সময় এভাবেই চলছে এবং চলবে .......

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে পড়াশোনার শেষ ধাপে এসে ছাত্রলীগ নামধারী কতগুলো নরপশুর হাতে খুন হয়ে গেলো!!! খবরটা টিভিতে দেখার পর থেকেই অনেকটা নীরব হয়ে গেলাম, এ যে আমার জীবনেরই আরেকটা চিত্রনাট্য!!! হুম, সেদিন আমাকে মরতে হয়নি, তবে ডীন স্যার যদি পরীক্ষা না পেছাতেন তবে সাদের মতোই আমার পরিনতি হতে পারতো, তফাৎ এই যে এখনকার ছাত্রলীগের ভূমিকায় তখন ছিলো ছাত্রদল নামক কিছু নরপশু!!!

ঘটনার বিমূর্ততা কাটিয়ে উঠতে না উঠতেই বরাবরের মতোই দেখতে পেলাম সাদ হত্যাকারীদের বাঁচানোর জন্য বিশ্ববিদয়ালয় প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় এক সুরে হিক্কা হুয়া ডাকতে শুরু করেছে , সাদকে ছাত্রলীগ খুন করেনি , খুন করেছে শিবির/ছাত্রদল ইত্যাদি ইত্যাদি........ সুতরাং সাদ হত্যাকারীদের বিচার হবে না সেটাই স্বাভাবিক। মাঝখানে দলীয় লেজুড় হিসেবে ভিসি সাহেব, প্রক্টর সাহেব ইত্যাদি পদধারী কিছু লোক হেন করেংগা, তেন করেংগা বলে সময় পার করে দিবেন....... অতপরঃ সময়ের স্রোতে সাদের লাশের উপর ধুলো জমে যাবে , সবকিছু ভুলে যাবো আমরা.......... তারও কিছুকাল পরে আরেকটা সাদ খুন হয়ে যাবে......... খেলাটা এরকমই , সব সময় এভাবেই চলছে এবং চলবে .......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।