যত দুরে তুমি গেছো
তার চেয়ে অধিক দুরে
সে দুর কত দুর !!
আমারই তা শুধু জানা।
পথ চেয়ে থাকি না
আশার ছবি আঁকি না
জগতের নানা কিছু নিয়মে
সবই আছে অজানা।
তবুও পথ যদি ছোট হয়
এ পাড়া ও পাড়া
পুরানো দিনের মত
সব কিছু এক নীড়ে।
হয় তো হবে না ফেরা
হয় তো হবে না দেখা
দুর যে -- , থেকে যাবে বহু দুরে--
গ্রহ তারা মহা-জগতের ভিড়ে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।