ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস তাদের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ওমেনস হেলথ ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে সোনাক্ষিকে দেখা গেছে নতুন আকর্ষণীয় এক রূপে।
আর সেই প্রসঙ্গেই সোনাক্ষি জানান, এই দৈহিক গঠন পেতে তাকে কতটা কষ্ট করতে হয়েছে।
সোনাক্ষি বলেন, “আমার মতো একজনের জন্য কাজটি মোটেও সহজ ছিল না। জিমে যেতে আমি খুবই অপছন্দ করি। সবসময়ই ব্যায়াম থেকে পালিয়ে বেড়িয়েছি আমি।
তবে একবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছি করব, তা করতেই হবে। ”
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সোনাক্ষি। সিনেমায় চুক্তির আগে তিনি ঝেড়ে ফেলেন বাড়তি ৩০ কেজি ওজন। তারপরও হালের অভিনেত্রীদের পাশে তাকে বেশ মোটা দেখাত। আর এ নিয়ে বেশ সমালোচিত হতে হয় তাকে।
সকলের মুখ বন্ধ করতেই কোমর বেঁধে নেমেছিলেন নিজেকে আকর্ষণীয় করে তোলার মিশনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।