আমাদের কথা খুঁজে নিন

   

ওজন কমানো কষ্টের: সোনাক্ষি

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস তাদের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ওমেনস হেলথ ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে সোনাক্ষিকে দেখা গেছে নতুন আকর্ষণীয় এক রূপে।
আর সেই প্রসঙ্গেই সোনাক্ষি জানান, এই দৈহিক গঠন পেতে তাকে কতটা কষ্ট করতে হয়েছে।
সোনাক্ষি বলেন, “আমার মতো একজনের জন্য কাজটি মোটেও সহজ ছিল না। জিমে যেতে আমি খুবই অপছন্দ করি। সবসময়ই ব্যায়াম থেকে পালিয়ে বেড়িয়েছি আমি।

তবে একবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছি করব, তা করতেই হবে। ”
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সোনাক্ষি। সিনেমায় চুক্তির আগে তিনি ঝেড়ে ফেলেন বাড়তি ৩০ কেজি ওজন। তারপরও হালের অভিনেত্রীদের পাশে তাকে বেশ মোটা দেখাত। আর এ নিয়ে বেশ সমালোচিত হতে হয় তাকে।

সকলের মুখ বন্ধ করতেই কোমর বেঁধে নেমেছিলেন নিজেকে আকর্ষণীয় করে তোলার মিশনে।

সোনাক্ষি জানান, অন্যদের কথায় তার কিছু যায়-আসে না। কিন্তু নিজেকে আকর্ষণীয় করে তোলাই ছিল তার মূল উদ্দেশ্য।


তিনি বলেন, “আমি নিজের শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছিলাম। কারও কটুকথা শুনে নয়।


তবে সোনাক্ষি মনে করেন যারা তার বাড়তি ওজন নিয়ে সমালোচনা করতো তাদের মুখ তিনি বন্ধ করতে পেরেছেন।
সিনিয়র অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি জানান নিজেকে নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন। কখনও নিজের চেহারা নিয়ে চিন্তা করেননি তিনি। কারণ তার মতে তার লুক কখনও বেশি গুরুত্বপূর্ণ ছিল না।
সোনাক্ষি বলেন, “আমার চেহারা বা শারীরিক গঠন-- কখনও বেশি গুরুত্বপূর্ণ ছিল না।

আমি অন্যান্য বিষয় নিয়েই ব্যস্ত থাকতাম। আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। ”
তবে অভিনেত্রী হওয়ার পর নিজেকে আকর্ষণীয় করার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন সোনাক্ষি। আর তাই নিজেকে আকর্ষণীয় করে তুলতে সবচাইতে অপছন্দের কাজটিও করছেন নিয়মিতভাবে।
খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সোনাক্ষি অভিনীত সিনেমা ‘হলিডে: এ সোলজার নেভার আউট অফ ডিউটি’।

৬ জুন মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটিতে সোনাক্ষির সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। দীর্ঘ বিরতির পর সিনেমাটিতে দেখা যাবে অভিনেতা গোবিন্দকেও।
সোনাক্ষি বর্তমানে ‘অ্যাকশন জ্যাকসন’ এবং তেভার’ সিনেমার কাজে ব্যস্ত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।