আমাদের কথা খুঁজে নিন

   

ইট পর্ক অর গো হাংরীঃ মেরিন লী পেন-ফ্রান্স ন্যাশনাল ফ্রন্ট লিডার

ইট পর্ক অর গো হাংরীঃ মেরিন লী পেন-ফ্রান্স ন্যাশনাল ফ্রন্ট লিডার

সৈয়দ শাহ সেলিম আহমেদ

সদ্য সমাপ্ত লোকাল ইলেকশনের ১১টি শহরে জয় পেয়েই ফ্রান্সের ফার রাইট ন্যাশনাল ফ্রন্ট লিডার মেরিন লী পেন বড় কড়া ভাষায় ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম ও জুইশ ছেলে মেয়েদের জন্য অলটারনেটিভ হালাল ফুড সরবরাহের সমালোচনা করে বলেছেন, “ইট পর্ক আর গো হাংরী”। মেরীন লি পেন বলেছেন, ফ্রান্সের সেক্যুওলার সোসাইটির নীতির বিরুদ্ধে স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ।

ফ্রান্স আইনগতভাবে সেক্যুওলার সোসাইটি মানা হয়ে থাকে। সেখানে ৫ মিলিয়নের মতো মুসলিম রয়েছেন, যা ইউরোপের মধ্যে সর্ববৃহৎ। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে হালাল ফুডের ডিমান্ড বৃদ্ধি পাওয়াতে মেরীন লি পেন এই তীব্র সমালোচনা করেন।



ফ্রান্সের আরটিএল রেডিওর সাথে এক সাক্ষাতকারে এই উগ্র-ডানপন্থী লিডার বলেন, আমরা স্কুল মেন্যুতে রিলিজিয়াস ডিমান্ড কিছুতেই এক্সেপ্ট করবোনা, ধর্মীয় এই ডিমান্ড মানার জন্য কোন গ্রহণযোগ্য কারণ আইনত নেই।

উল্লেখ্য পর্ক এর মাংস মুসলিম ও জুউশ ধর্মে খাওয়া হারাম।

আরবিয়াসের মেয়র গিসেন্স এএফকি দেয়া এক ইন্টারভিউতে জানিয়েছেন, হালাল খাদ্য সরবরাহের ফলে অতিরিক্ত খরচ থেকেই এমন বক্তব্য এসেছে, কেননা অতিরিক্তহারে খাদ্য ওয়েস্ট হয়ে যায়। ছেলে মেয়েরা প্রচুর খাদ্য ওয়েস্ট রেখে দেয়।
তাছাড়া পর্কের খাদ্য ছেলে মেয়েরা টাচ না করেই ওয়েস্ট হিসেবেই রয়ে যায়।



ইস্টার্ন টাউন হেইঞ্জের মেয়র এফ এন ফ্যাবিয়ান ইগলম্যান পর্ক ফিষ্টের প্রস্তাব করে মুসলিমদেরও অফার করেন। এন্টি ইমিগ্র্যাশন ন্যাশনাল ফ্রন্ট ইতিমধ্যে ফ্রেঞ্চের জনজীবনে ইসলামিক জীবনধারা চলে আসায় ক্ষুব্ধ এবং এর বিরোধী।

ফ্রান্সের স্কুলগুলোতে পর্কের বিপরীতে বীফ অথবা চিকেন অলটারনেটিভ খাদ্য মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য সরবরাহ করা হচ্ছে।

কিছু কিছু এফ এন এর নয়া মেয়ররা ফ্রান্সের শহরগুলোতে অধিক হারে হালাল শপ চালু হওয়ায় সমালোচনা শুরু করেছেন।

১৯৯০ সালের পর থেকে লি পেনের পার্টি ফ্রান্সের লোকাল ইলেকশন নির্বাচনে এমনকি পোর্ট সিটি মার্সেইতে জয় পেলো, যা রাজনীতিতে বড় ধরনের এচিভম্যান্ট হিসেবে তারা দেখছে।

রোলিং সোশ্যালিস্ট আর মেইনষ্ট্রীম কনজারভেটিভের পর পরই এই উগ্র ডান-পন্থী এখন থার্ড ফোর্স হিসেবে আভির্ভুত হলো ফ্রান্সের রাজনীতিতে।

(আরটিএল রেডিও অবলম্বনে)

Salim932@googlemail.com
5 march 2014, London.।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।