আমাদের কথা খুঁজে নিন

   

শাহ আমানতে নারীসহ ২ রোহিঙ্গা আটক

পরিচয় গোপন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমান যাওয়ার সময় জোবাইদা আক্তার ও আব্দুশ শুক্কুর দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ রবিবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়। সন্ধ্যা ৬টায় ওমান এয়ারলা‌ন্সের একটি ফ্লাইটে করে তাদের দু'জনের মাস্কাট যাওয়ার কথা ছিল।

জানা যায়, পাসপোর্টে আব্দুশ শুক্কুরের নাম রয়েছে কাজী মো. কফিল উদ্দিন এবং জোবাইদা আক্তারের নাম রয়েছে সলিমা আক্তার। তাদের ঠিকানা দেখানো হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও কক্সবাজারের টেকনাফ।

মূলত তারা মায়ানমারের মংডু জেলার মননামা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম জানান, প্রথমে আটককৃতরা নিজেদের মামা-ভাগনি হিসেবে পরিচয় দিলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ভাই-বোন বলে স্বীকার করেছেন।

নুর-ই-আলম বলেন, ওমান ইয়ারলাইন্সের যাত্রী শুক্কুর ও জোবাইদা কাউন্টার থেকে বোডিং কার্ড নিতে লাইনে দাঁড়ান। এসময় দায়িত্বরত সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর তারা নিজেদের মামা-ভাগনি হিসেবে পরিচয় দেন। পরে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে নাম পরিবর্তন করে ওমান যাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তারা ভাই-বোন বলে জানায়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।