ভারতের পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্তের পর আজ সোমবার তিন বালাদেশির মৃতদেহ ফেরত দিতে রাজি হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার রাতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার দুপুর ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কামান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই এলাকার মানিকভাণ্ডার গ্রামের খোরশেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজউল্লার ছেলে ওমর আলী (৩০)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।