আমাদের কথা খুঁজে নিন

   

শরৎ শিউলি মালা

======================



======================


কি চাও গো প্রিয়তমা নারী
জ্যোৎস্নার ঝলোমলো স্নিগ্ধ রাত
পূর্ণিমার রূপালী চাঁদ
মিঠিমিঠি জ্বলে যে দূরের তারা
শরৎ চপল শুভ্র মেঘমালা ?
আষাঢ়ে বর্ষনে সুখদ শিহরণে
যে সুর উঠে হৃদয়ের কোনে,
সবই তো তোমার জন্যে প্রিয়া
তোমার জন্যে ঐ
সাজিয়ে রেখেছি দূরে
আকাশের নীলে।


আর ও কি কিছু চাও গো প্রিয়া ?
এই নাও তবে-
তোমার সোনার আচঁল পেতে
শরৎ শিউলি মালা
বর্ণালী পাখার নীল প্রজাপতি
উড়ে উড়ে যে ফুলের ‘পরে
মধু পান করে
সেই ফুল, সেই নীল প্রজাপতি
আর কিছু গানের পাখী,
সাত রাজার ধন
আকুল ব্যাকুল মন ;
থরে থরে থরে
তোমার তরে
রেখেছি গো এই ধরণী তলে।



সবই তো তোমায় দিলাম প্রিয়া
যা ছিল সঞ্চয় মোর জীবনে -
আকাশে পাতালে কিংবা
এই নধর অধর দেহে ;
তুমি কি প্রিয়া একবার
শুধু একাবার
এই জনমে
রসে টই টুম্বুর কমলার কোষ-
ঐ দু’টো ঠোঁটে
ঠোঁট রেখে ওগো
কোন এক রূপালী রাতে
শিক্ত করিবে মোরে
একটি রসের চুম্বনে ?

======================



======================

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।