আমাদের কথা খুঁজে নিন

   

শাহ আমানতে আবারো স্বর্ণের বার

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, সোমবার সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা ‘বাংলাদেশ বিমানের’ ফ্লাইটের যাত্রী মো আনিস চৌধুরীর (৩৪) কাছ থেকে ছয় কেজি ১৮ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৬৫ লাখ টাকা।
মশিউর বলেন, “সকালে দুবাই থেকে ঢাকাগামী বিমানটি চট্টগ্রামে যাত্রা বিরতি করে। এসময় ওই বিমানের ভেতর থাকা আনিস নামে ওই যাত্রীর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তার দেহ তল্লাশি করা হয় এবং উদ্ধার হয় স্বর্ণের বরাগুলো। হাঁটুতে টেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ উপায়ে স্বর্ণের বারগুলো রেখেছিলেন তিনি।”
আনিসের বাড়ি চট্টগ্রামে। তিনি ওই বিমানে করে দুবাই থেকে ঢাকা যাচ্ছিলেন।
গতবছরের মাঝামাঝি সময় থেকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার উদ্ধারের বেশ কিছু ঘটনা ঘটেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।