আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের পরীক্ষা নিল পিএসসি

ভালো কিছু করতে চাই স্বপন চৌকিদা দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন চৌকিদার শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষায় আবার অংশ নেওয়ার সুযোগ পেলেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে তিনি গতকাল রোববার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন। আইনি লড়াইয়ের মাধ্যমে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন দৃষ্টিশক্তিহীন মেধাবী শিক্ষার্থী স্বপন। তবে শ্রুতলেখক জটিলতার কারণে গত বৃহস্পতিবার তাঁকে হল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে শনিবার প্রথম আলোয় ‘দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

গতকাল এ নিয়ে সম্পাদকীয়ও প্রকাশ করে প্রথম আলো। স্বপন গতকাল রোববার জানান, পিএসসির পরিচালক (পরীক্ষা) বিবেকানন্দ বিশ্বাস তাঁকে এদিন সকাল আটটায় পিএসসিতে যেতে বলেন। সেখানে গেলে পিএসসি কর্তৃপক্ষ সব কথা শুনে তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এরপর সকাল ১০টায় তিনি বাংলা এবং বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পরীক্ষায় অংশ নেন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই না, দৃষ্টিপ্রতিবন্ধী একটি ছেলে এত দূর সংগ্রাম করে এসে চলে যাক।

তখন যদি কেন্দ্রসচিব বিষয়টি জানাতেন, তাহলে সেদিনই আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। যা-ই হোক, আমরা স্বপনের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’ পিএসসির এ সিদ্ধান্তে আবেগাপ্লুত স্বপন গতকাল বিকেলে পরীক্ষা শেষে প্রথম আলোকে জানান, দুটি পরীক্ষাতেই তিনি অংশ নিয়েছেন এবং পরীক্ষা খুব ভালো হয়েছে। স্বপন বলেন, ‘আমার শ্রুতলেখক সেলিম রেজার প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে। সে-ই আজ আমার শ্রুতলেখক ছিল।

প্রথম আলোর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সংবাদ প্রকাশ না করলে আমার পরীক্ষা দেওয়া হতো না। ’ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় পিএসসিকেও ধন্যবাদ দেন তিনি। বৃহস্পতিবার সকালের বাংলাদেশ বিষয়ের ওপর পরীক্ষা চলার সময় স্বপনকে বহিষ্কার করা হয়। তিনি তখন পর্যন্ত মাত্র দুটি প্রশ্নের উত্তর লিখতে পেরেছিলেন।

বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতেই পারেননি। প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া নির্ধারিত শ্রুতলেখকের (একজন ছাত্র) জরুরি কাজ পড়ায় স্বপন দ্বিতীয় দিন শ্রুতলেখক হিসেবে একজন ছাত্রীকে নিয়ে হলে যান। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবারের পরীক্ষার বিষয়ে কী হবে জানতে চাইলে নেছারউদ্দিন বলেন, ‘এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাও আমরা দেখব। আমরা মানবিক দৃষ্টিতেই সব দেখছি।

’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ পাওয়া স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। শীর্ষ সরকারি প্রশাসনে কাজ করার আগ্রহ থেকে তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু এত দিন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এ পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। এ কারণে স্বপন উচ্চ আদালতে গেলে আদালত তাঁকে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে পিএসসিকে নির্দেশনা দেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।