চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৩টি স্বর্ণের বারসহ আনিছ নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সোয়া আটটার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (০২৪) ওই যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটক আনিছের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল জানান, দুবাই থেকে আসা ওই ব্যক্তির কাছ থেকে ৬ কেজি ৮ গ্রাম ওজনের ৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।