আমাদের কথা খুঁজে নিন

   

DHA নিয়ে হরলিক্স প্রতারণা, এই DHA আসলে কি?

চেষ্টার তো কোন রাখিনি ত্রুটি,
বারবারই চেপে ধরেছি স্মৃতির টুটি।
লাভ কি হয়েছে তাতে?
ভুলতে কি পারছি তোমায়?
এখনও তো রাত-বিরেতে
মনটা আমার তোমাকেই চায়।
জানি তুমি হয়তো এখন
ভাবছো না আমায়।
তোমার কাছে এখন আমি
শুধুই পুরনো স্মৃতি।
তোমার জীবনে আমি আজ
ঝরা পাতার ন্যায়।


আজ আমি তো তোমার কেউ নই।
হয়তো এটাই নিয়তি।
তোমার কাছ থেকে আমি আজ বহুদূরে,
তোমার কাছে আমি তাই মূল্যহীন।
তবুও তোমায় মনে পড়ে
হয়তো আসবে সুদিন।
হয়তো তোমার মনে জন্মাবে ভালোবাসা,
চাইবে আমায় কাছে।


আমায় ঘিরে দেখবে রঙিন আশা,
লাগবে আমায় পাশে।
আমাতেই একদিন তুমি
খুঁজবে তোমার সুখ,
আমার পরশ পেতে
লাজে রাঙা হবে মুখ।
আমার জন্য বাঁচবে তুমি
ভালোবাসবে শুধু আমাকেই,
জানি ভালো করেই আমি
সুখের দিন আসবেই।
তাই তো তোমায় পড়ছে মনে,
একলা এই ঘরের কোণে।
খুঁজছি তোমায় বাড়িয়ে হাত,
কাটছে আজ একাকী রাত।


তোমায় তাই একটু বলি
একটু কাছে আসো।
ক্ষতি তো নেই কোন
যদি একটু ভালোবাসো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।