আমাদের কথা খুঁজে নিন

   

নাম বদল আর বিকিনি পরারও বিরুদ্ধে ওয়াহিদা রহমান

বলিউডের অভিনেত্রী ওয়াহিদা রহমান নিজের ফিল্ম কেরিয়ারে দুটি বিষয়ে অটল ছিলেন। এক কোনও কারণেই বিকিনি পড়ে অভিনয় করবেন না। আর দ্বিতীয় নিজের নাম বদল করবেন না। একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছিলেন তিনি।

সেসময় অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে নাম বদলের একটা চল ছিল।

সেই সময়কার অনেক অভিনেত্রীকেও বিকিনিতে দেখা গিয়েছিল বড় পর্দায়। কিন্তু বিকিনিতে স্বচ্ছন্দ ছিলেন না ওয়াহিদা। তাঁর কথায়, তাঁর চেহারায় বিকিনি মানাবে না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ওয়াহিদা জানালানে, গুরু দত্তের সঙ্গে ছবি করার সময়ে চুক্তিপত্রে আমার একটি শর্ত সংযোজন করা হয়েছিল। যা অনুযায়ী পোশাক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেব।

আমার যেটা পছন্দ হবে না সে রকমের কোনও পোশাক আমি পড়ব না।

অন্যদিকে অভিনেত্রীর কথায়, বিকিনি পরা তো দুর অস্ত। কখনও হাতকাটা ব্লাউজও পড়েননি তিনি। তা সে ছবির পর্দায় হোক বা ব্যক্তিগত জীবনে। যদিও এখনকার অভিনেত্রীর হামেশাই বিকিনি পড়া নিয়ে তার কোনও সমস্যা নেই।

বললেন, তখনকার সময় আলাদা ছিল। এখন সময় বদলেছে, এখনকার নায়িকারা তন্বী।

শুধু পোষাক নয়, নাম অপরিবপর্তিত রাখা নিয়েও জেদী ছিলেন ওয়াহিদা. বললেন, তখনকার সময় নাম বদলটা একরকমের ফ্যাশন ছিল। দিলীপ কুমার, মীনা কুমারি, মধুবালা অনেকেই নাম বদল করে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে। তিনি বলেন, 'অনেকেই বলেছিলেন আমার নামটা অনেক বড়, বদলে কোনও ছোট নাম রাখতে।

আমি তাতে কোনও মতেই রাজি ছিলাম না। আমার মা-বাবা আমার নাম দিয়েছেন, সুতরাং নাম বদলের কোনও প্রশ্নই ছিল না। ' 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।