দুবাইয়ের মিনিস্ট্রি অফ ইকোনমি আয়োজিত অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিংয়ে যোগ দিতে তিন দিনের সফরে দুবাই যাচ্ছেন বাণ্যিজমন্ত্রী তোফায়েল আহমেদ।
মিনিস্ট্রি অফ ইকোনমি'র এই মিটিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বাণিজ্যমন্ত্রীকে এতেআমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রীর দুবাই সফরের কথা উল্লেখ করে দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান বলেন, আজ সোমবার দুবাই আসছেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী আগামী ৮, ৯ ও ১০ তারিখ দুবাইয়ে অবস্থান করবেন। অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিং এ যোগ দেওয়া ছাড়াও আমিরাত সরকারের আমন্ত্রণে ৮ তারিখ মন্ত্রী ডিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ তারিখ বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাথে একটি মিটিংয়েও যোগ দিবেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।