আমাদের কথা খুঁজে নিন

   

‘সব কোর্ট মুজিব কোটে বন্দি’ বলায় গয়েশ্বরকে তলব

সোমবার হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ তলবের এই আদেশ দেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আগামী ২০ এপ্রিল আদালতে হাজির থাকতে হবে।
রোববার দুপুরে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের এক মানববন্ধন কর্মসূচিতে গয়েশ্বর বলেছিলেন, সব কোর্ট মুজিব কোটে বন্দি। 

আদালত গয়েশ্বরের সঙ্গে ড্যাব সহসভাপতি অধ্যাপক এমএ সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকেও তলব করেছে।

আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তলবের পাশাপাশি তাদের কাছে এই প্রশ্নের জবাবও চেয়েছে হাই কোর্ট।
গয়েশ্বরের বক্তব্য সংবাদপত্রে দেখে স্বতপ্রণোদিত হয়ে আদালত এই আদেশ দিয়েছে।
আদেশের আগে আদালত দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ‘সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী: গয়েশ্বর’ শিরোনামে প্রথম আলো এবং ‘দেশের সব কোর্ট এখন মুজিবকোটের পকেটে বন্দী ॥ গয়েশ্বর’ শিরোনামে জনকণ্ঠ সোমবার এই প্রতিবেদন ছাপে।
বিএনপি নেতাদের বিভিন্ন মামলায় কারাবন্দি করার প্রতিক্রিয়ায় দল বলে আসছে, আদালতের ওপর সরকারের প্রভাব কাজ করছে বলে তারা ন্যায়বিচার পাচ্ছেন না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।