আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ের(DUBAI) কিছু মজার তথ্য ২:

বিশ্বের ৫ টি সেফ সিটির মধ্যে দুবাই একটি। এবার চলেন কিছু মজার তথ্য জেনে নেই
সচারেচর যে নিয়ম ভাঙ্গলে জরিমানা গুনতে হয় :

* ট্রেনে উঠে আপনার ঘুমানোর অভ্যাস আছে। দুবাইয়ে আসলে সেটা অবশ্যই ভুলে যান, দুবাই মেট্রোতে ঘুমিয়ে পড়লে ৩০০ দিরহাম ফাইন গুনতে হতে পারে।
* দুবাই মেট্রো স্টেশনে পানাহার(নিদ্ধিষ্ট স্থান ব্যতিত) করলে ২০০ দিরহাম জরিমানা।
* দুবাই মেট্রো বা বাসের মধ্যে যেকোনো ধরনের পানাহার নিষিদ্ধ।

অন্যথায় ২০০ দিরহাম ফাইন।
* ট্যাক্সি থেকে নামার সময় বাম ডোর ব্যবহার করলে ১০০ দিরহাম জরিমানা হতে পারে।
* পথচারী রাস্তা পারাপারের সময় নিদ্ধিষ্ট স্থান ব্যতিত পার হলে ২০০ দিরহাম ফাইন গুনতে হতে পারে।

দুবাইতে প্রচুর বাগান হচ্ছে। চারদিকে প্রচুর গাছপালা।

গাছ গুলোর বয়স ৪ থেকে ৫ বছরের মত হবে বা তার ও কম। এরা গাছের পিছনে প্রচুর ব্যয় করে। একটি গাছ একটি পাইপ নীতি অবলম্বন করছে। প্রতিটি গাছের সাথে পাইপ বাধা। প্রতিদিন সকাল , সন্ধ্যা দুবার পানি দেয়।

এর ফলাফল হাতে হাতে টের পাচ্ছে। দুবাইতে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

২০০৮ সালের ১৩ জানুয়ারি "বুশ পাবলিক ছুটি" ঘোষণা করা হয়। ঐদিন বুশ দুবাই ভিজিট করতে এসেছিল। এরা জাতি হিসাবেও বেশ অতিথিপরায়ন!

দুবাইয়ে ১০% লোকাল আমিরাতি বাকি ৯০% ই বিদেশী , প্রায় ১৬০ টা দেশের মানুষ এখানে বসবাস করে।



দুবাইতে কোনো প্রাকৃতিক সম্পদ(যেমন গোল্ড, অয়েল, গ্যাস) নেই বললেই চলে। এদের জিডিপির ৬% এর মতো আসে প্রাকৃতিক সম্পদ থেকে আর বাকি সব আসে টুরিস্ট , রিয়েল স্টেট ও অন্যান্য খ্যাত থেকে। এরা শুধু চিন্তা শক্তি(mind resources) দিয়েই নিজেদের এতটা ডেভলোপ করেছে।

দুবাইয়ের(DUBAI) কিছু মজার তথ্য: 1
[আমি এই শহরে নতুন , জানার চেষ্টা করছি মাত্র। কোনো ভুল তথ্য থাকলে জানাইয়েন প্লিজ ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।