আমাদের কথা খুঁজে নিন

   

# সিরিয়াল কিলার কথন-২ : 'Gilles de Rais' !

!স্লেট কিংবা খাতা ,সর্বত্রই লেখি যা তা! ১৪০৪ সালে ফ্রান্সে জন্ম নেয়া রাইকে বলা হয়ে থাকে আধুনিক সিরিয়াল কিলারদের পথিকৃৎ । হত্যাযজ্ঞ শুরুর আগে সে জোয়ান অফ আর্কের অধীন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল । ভয়াবহ এই সিরিয়াল কিলার শতাধিক মানুষ হত্যা করেছিল । লক্ষণীয় বিষয় সে যাদের খুন করতো তাদের বেশীর ভাগ ই ছিল শিশু এবং নীল চোখ ও ব্লন্ড চুলের অধিকারী । ছোট থাকতে সেও দেখতে এমনটিই ছিল ।

এসব শিশুদের ধর্ষণের পর নির্যাতন করে হত্যার মাধ্যমে সে যৌন চাহিদা মেটাতো বলে ধারণা করা হয় । ভিক্টিমের গায়ের উপর সে মাস্টারবেশনও করতো !!!!! ধারণা করা হয় তার শিকার সংখ্যা ৮০ থেকে ২০০ এর মধ্যে । মতান্তরে তা ৬০০ এর অধিক বলেও ধরা হয় । প্রায় সকল ভিক্টিমের বয়স ছিল ৬ থেকে ১৮ এর মধ্যে । যদিও রাই বালকদেরই তার শিকার হিসেবে বেশী পছন্দ করত তবে বালিকারাও তার হাত থেকে নিস্তার পেতো না ।

তার খুনগুলোর প্রত্যক্ষ সাক্ষী ও সহযোগী ছিল তার ভৃত্য হেনরিয়েট । সে ই মূলত তার মনিবের জন্য শিকার ধরে আনতো । এবং শিশুটির নির্মম মৃত্যুর সময়ও সে ঘটনাস্থলে উপস্থিত থাকতো । রাই শিশুদেরকে Machecoul শহরের একটি কক্ষে একই পদ্ধতি হত্যা করতো । শিশুর রক্তে সে স্নান করে থাকতো !! হেনরিয়েট যখন টর্চার করতো তখন শিশুদের চিৎকার তাকে পৈশাচিক আনন্দ দিত ।

হেনরিয়েট তার প্রভুর জন্য শিশুদের ঘাড়ের রগ কেটে দিত । রুমের মেঝে রক্তে ভেসে যেত । কিন্তু প্রত্যেকটি খুন শেষে চরম অনুশোচনায় ভুগতো এই নরপিশাচ । হাটূ গেড়ে প্রার্থনা করতো আর ক্ষমা ভিক্ষা করতো । মৃতদেহ সে আগুনে পুড়িয়ে ফেলতো ।

এই মানুষরূপী পশুর তার অপরাধের জন্য কোনো শাস্তি ভোগ করেছিল কিনা তা আমার জানা নেই । আগের পর্বের লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।