আমাদের কথা খুঁজে নিন

   

মৃত নগর পানাম নগর

আমার দেখা মৃত নগর ।
যেন ভোজবাজির মত মানুষ গুলো উধাও হয়ে গেছে। শূন্য বাড়িগুলো পড়ে আছে। খুব সহজেই দেখে বোঝা যায় একটি সুপরিকল্পিত নগরী ছিল এটি। রাস্তার দুধারে মুখোমুখি সারি করে দাঁড়ানো দালান।

প্রতি সারির পেছনে একটি করে খাল। প্রতিটি বাড়ির পেছনে খোলা জায়গা, জলাধার, শৌচাগার। সাজানো গোছানো ছিল এ নগরের দৈনন্দিন জিবনের চিত্র। প্রতিটি বাড়িই দোতলা। ছোট ছোট কক্ষ।

সরু আর পেচাঁনো সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার পথ। রয়েছে গোপন কুঠুরি। আজ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হাওয়ার দখলে চলে গেছে।

কত স্মৃতি কত কথা কত ইতিহাস
প্রাসাদের দেয়ালে দেয়ালে সময়ের দীর্ঘশ্বাস

পানাম নগর পেরিয়ে আরো কিছু দূরে দীঘির পারে একটি বড় বাড়ি। কার জানতে পারিনি।

এখানে বাড়ি ভেতরের যে ছবি তা সেখানেই তোলা। মাঝখানে বর্গাকার উঠোন রেখে চারপাশে দোতলা বাড়ি। দোতলায় যাওয়ার সিঁড়ি টিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কোথাও দোতলার মেঝে ভেঙ্গে গেছে।






















 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।