আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় পাঁচজন নিহত

নারায়ণগঞ্জ, চাঁদপুর, সিরাজগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ: লাঙ্গলবন্দে আসার পথে বন্দর বাজার এলাকায় গতকাল পুণ্যার্থী বহনকারী অটোরিকশা ও টেম্পুর সংঘর্ষে দীপক সাহা (৮০) নামে এক পুণ্যার্থী গুরুতর আহত হন। তিনি বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বিকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী আহত হয়ে বিকাল ৪টায় ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় মারা যান। চাঁদপুর : ফরিদগঞ্জ-রায়পুর সড়কের নারিকেল তলা নামক স্থানে গতকাল সিএনজি অটোরিকশা উল্টে লক্ষ্মী রানী ঘোষ নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

লক্ষ্মী রানী রায়পুর পৌর এলাকার অনিল ঘোষের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রায়পুর থেকে ফরিদগঞ্জগামী দুটি অটোরিকশা পাশাপাশি দ্রুত গতিতে আসছিলো। ঘটনাস্থলে এসে বাসকে ওভারকেট করতে গেলে একটি অটোরিকশা উল্টে যায়। সিরাজগঞ্জ : সলঙ্গায় বাস চাপায় বোধন চন্দ মাহাতো নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সে রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের মঙ্গল চন্দ মাহাতোর ছেলে।

গতকাল সকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভূইয়াগাতি ইতলাদিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নওগাঁর : সাপাহারে ভর্তূকির সার নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে কৃষক ছহির উদ্দীনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের বিনামূল্যে দেওয়া সার ও বীজ নিয়ে গতকাল উপজেলার আইহাই ইউনিয়নের কয়েকজন কৃষক ভুটভুটিতে বাড়ি ফিরছিলেন।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।