আমাদের কথা খুঁজে নিন

   

এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের ধর্মগ্রন্থ

গভীরে যাব বলেই সন্ধ্যায় লিখে দিয়েছি সব বিধি
ঝাপসা আলোয় তোমার করতলে
স্পর্শের অধিকারে এক সমুদ্র জল...
নোনা জল
তোমার মুনিয়াচোখ যতখানি ধরে রেখেছে বারো বছর

এসো, ভেঙে যাও মধ্যরাতের ট্রেনের বাঁশির সুরসম
দেহ স্টেশানে
থেমে পড়ুক তোমার কষ্টগাড়ি

নিঃসঙ্গ স্টেশান এখনো ফেরি করে প্রণয়ের নিয়মাবলি

এসো, শিখে নাও সমুদ্রের সমীকরণ
নাবিকের কম্পাস থেকে গাঙচিলের ডানায় রোদের চাষাবাদ
লিখে নাও তোমার আঁখিপুস্তকে

অথবা আদিপুস্তক

সভ্যতার সীমারেখা ফুঁৎকারে উড়িয়ে আদিম ও অকৃত্রিম সাজি
কায়ার পথ ধরে এঁকে ফেলি জলের জোয়ার

এসো লিখে ফেলি যুগলপ্রণয়ের ধর্মগ্রন্থ!



_---------------------------------------------------_

[তার জন্যে, যার জন্যে কেউ লেখেনি আগে। অনিন্দিতাকে। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।