আমাদের কথা খুঁজে নিন

   

বি সি এস পরীক্ষা - কেউ একটু আলো দেখান ..........

আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এখনো ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয় নাই। প্রোগ্রামিং জিনিসটা আমার যথেষ্ট ভালো লাগে, এবং এখনো মোটামুটি সারাদিন প্রোগ্রামিং নিয়েই থাকি। কিন্তু যারা সফটওয়্যার ফিল্ডে আছেন, তারা হয়তো জানেন, আমাদের ক্যারিয়ার অনেক ক্ষেত্রেই রিস্কি, আর সারাদিন বসে থাকাটা আমি খুব একটা উপভোগ করতে পারছি না ।

কিছুদিন যাবৎ মাথায় বি সি এস পরীক্ষার চিন্তা ঢুকছে। এই ব্যাপারে আমি একদমই অন্ধকারে আছি, নিজের অজ্ঞতার কারনে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হচ্ছে- আমি কি বি সি এসের জন্য ফিট কিনা? এখনো আমার সময় আছে কিনা? কিভাবে প্রস্তুতি নিব? কি নিয়ে পড়াশোনা করবো? যদি ভালো কিছু করতে না পারি তাহলে আম, ছালা দুইটাই যাবে ইত্যাদি ইত্যাদি .....................। কয়েজনের সাথে শেয়ার করার পর বেশিরভাগই নিরুৎসাহিত করেছে - মূল কারন, আমার গ্রাজুয়েশন কম্পিউটার সায়েন্সে।

আমি জানি এই ব্লগে অনেক অভিজ্ঞ আছেন, তাদের মধ্যে হয়তো কেউ আমার মতো পরিস্থিতি পার হয়ে আসছেন। আপনাদের সবার সদয় পরামর্শ কামনা করছি (বিশাল ক্যাচালে আছি, কেউ আমারে বাঁচান, প্লিজ)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।