আমাদের কথা খুঁজে নিন

   

H.S.C ইংরেজি ১ম পত্র হুবুহু মিলে গেছে শুনলাম।(প্রমাণ ও আছে)

ভাবতাছেন প্রশ্নের জন্য আমি অনেক ছুটাছুটি করছি!বেশ টাকা খরচ হয়েছে ?মোটেই না।বরং আমি চায়নি তারপরও প্রশ্ন আমার হাতে চলে এসেছে।এবং এ জন্য আমার একটি টাকাও খরচ হয় নি।

ক সেট এর প্রশ্নটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে দিন সকালে হাতে পায়(এ প্রশ্নটি এ ব্লগেও প্রকাশ করা আছে মন্তব্য আকারে)।তারপর একে একে আর মোট তিনটি সেটের প্রশ্ন হাতে এসে পৌছায় পরীক্ষার আগের দিন রাত ১২-১ টার দিকে।

যেহেতু মোট চার সেট প্রশ্ন পাইছি,সুতরাং আমি নিশ্চিত ছিলাম যে কোন একটা কমন পরবেই।হয়েছেও তাই।

যদিও এখনো আমি প্রশ্ন মিলানোর সময় পায় নাই,কিন্তু যাকে দিছিলাম সে বলছে “প্রথম” সেটের টিই হবুহু কমন পড়ছে।মানে যে প্রশ্নটি ব্লগে আছে সেটিই।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।