আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে চাঙ্গা গাড়ির বাজার

রাজনৈতিক অচলাবস্থা কেটে যাওয়ার পর অনলাইন গাড়ির বাজার আবার চাঙ্গা হয়ে উঠেছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কমের সাম্প্রতিক পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত অক্টোবরে এই সাইটে ১৩ হাজারেরও বেশি গাড়ির বিজ্ঞাপন পড়েছিল, যা গত ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার সময় কমে গিয়ে দাঁড়িয়েছিল ১০ হাজার ২০০'তে।

আবার গত ফেব্রুয়ারিতে মাত্র ২৮ দিনেই এই বিজ্ঞাপনের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে হয়েছিল ১৩ হাজার ৭০০।

এছাড়া বিক্রয় ডট কমের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অনলাইনে বিক্রির জন্য ব্যবহৃত গাড়ির মধ্যে টয়োটা এলিয়ের বিজ্ঞাপনই সবচেয়ে বেশি। চলতি বছরের ফব্রেুয়ারিতে মোট ১ হাজার ৪৫০টি টয়োটা এলিয়ন গাড়ির বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে, যার গড় মূল্য ছিল ২০ লাখ ৯০ হাজার টাকা।

বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানিয়েছেন, 'অনলাইন সাইটে বেশিরভাগ মডেলের গাড়ির গড় দামই কমেছে। এর কারণ মূলত এমন অনেক বিক্রেতা বেড়ে গেছে যারা রাজনৈতিক অবস্থা আরও স্থিতিশীল হবার অপেক্ষায় রয়েছেন। তারা মনে করে অবস্থা ভালো হলে পুরানো গাড়ি আরও ভালো দামে বিক্রি করা যাবে। '

গাড়ির দাম নির্ভর করে মূলত মডেল, ম্যানুফেকচারিং ইয়ার, কন্ডিশন, লাইসেন্স ও মাইলেজের (কি.মি/লিটার) উপর। যেমন১৯৮৮ মডেলের টয়োটা করলা গাড়ির বিজ্ঞাপন রয়েছে বিক্রয় ডট কমে, যার দাম ১ লাখ ৫৫ হাজার টাকা।

আবার একই ব্র্যান্ডের ২০০৮ মডেলের গাড়িও রয়েছে ১৭ লাখ ২৫ হাজার টাকায়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।