তারপরও ধন্যবাদ আয়োজকদের, লাখো কণ্ঠে সোনার বাংলা গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড এ রেকর্ড করার জন্য!
যদিও শুনেছি গিনেস বুকে রেকর্ড করার বিষয়ের নাকি শেষ নেই, এক ভদ্রলোক একবার এক মিনিট তিন সেকেন্ডে এক বোতল মদ খেয়ে ফেলে তো বেজায় খুশী, কারণ তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড এ রেকর্ড করে ফেলেছেন ! অবশ্য ঘোটনটা সেই ১৯৭৭ সালের, তার পরে কজন যে কয় বোতল গিলেছেন জানিনা, কিন্তু ব্যাপারটা কষ্টের!
বিচিত্র সব জিনিস খাওয়া, কাজ করা গিনেস বুকের বিশেষত্ব। একবার তো এক মহিলা পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে একটা সুটকেসের মধ্যে ঢুঁকে পড়েছিলেন তারপর আর তাকে পায় কে, বিশ্ব রেকর্ড !
অবশ্য আমাদের তেমন কিছুই করতে হয়নি, গান গেয়ে আমরা রেকর্ড গড়েছি এই রক্ষে ! টাকা অবশ্য একটু লেগেছে কিন্তু কি আর করা ইসলামি ব্যাংক তো বসেই ছিল।
তবে গুণীজন বলেন দেশ প্রেম, চেতনার বিষয়টা মননে, রেকর্ডে নয় ! বুকের মধ্যে লালিত হোক পালিত হোক দেশ প্রেম এবং উদ্ভাসিত হোক দিনন্দিন কর্মে এটাই প্রত্যাশা। আর রেকর্ড যদি করতেই হয় তা হলে দুর্নীতি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার রেকর্ড, মানবিক মূল্যবোধ গড়ার রেকর্ডই বা করি না কেন ?
আমাদের নেতা নেত্রীরা কি আমাদের ভালোলাগার অনুভূতি নিয়ে মজা করেন কিনা, ধন্দে পড়ি।।
২৭ শে মার্চ , ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।