আমাদের কথা খুঁজে নিন

   

তিন ছাত্রলীগ নেতাসহ ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যায় অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতাসহ ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হচ্ছেন- বাকৃবি ছাত্রলীগের আশরাফুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামান রোকন, কর্মী রেজাউল করিম এবং শিক্ষার্থী নাজমুল শাহাদাত রাসেল, দেওয়ান মোহাম্মদ মোন্তাসির মুফরাত ও মো. অন্তর চৌধুরী।

এদিকে, এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, গ্রেফতারকৃত অভিযুক্ত সুজয় ও রোকনের জবানবন্দিতে ১৪ জনের নাম এসেছে।

অথচ কর্তৃপক্ষ মাত্র ছয়জনকে অভিযুক্ত করে শাস্তি দিয়ে দায়সারা দায়িত্ব পালন করেছে। প্রসঙ্গত, ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে প্রতিপক্ষের নেতা-কর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সায়াদ ইবনে মোমতাজ সাদ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সাদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মোহসীন আলীকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মঙ্গলবার রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত কমিটির প্রধান তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।