কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল । যাই হোক।
আজ আপনাদের জন্য মোজিলার অসাধারন এবং প্রয়োজনীয় , সময় সাশ্রয়ী একটি অ্যাড অন্স নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে ব্রাউজার এ লোড হওয়া ট্যাব এর সব ছবি এক ক্লিক এ ডাউনলোড করতে পারবেন । এতে রয়েছে আরো বিভিন্ন অপশন ।
ব্যবহার করে দেখুন।
ফোল্ডার location- যেখানে আপনার সব ছবি সেভ হবে ।
১)Enable limits: আপনি চাইলে ছবির সাইজ লিমিট করে দিতে পারেন ।
২)Demensions (pixels): কত পিক্সেল এর ছবি সেভ করবেন তা নির্ধারণ করে নিতে পারেন ।
3) Image type to save: কি ধরনের ছবি সেভ করবেন তা নির্ধারণ করে নিতে পারেন ।
keyboard shortcuts: কীবোর্ড শর্টকাট কী নির্ধারণ করে নিতে পারেন দ্রত সেভ করতে।
এতএব বোঝায় যাচ্ছে, এটি কত অসাধারন এবং প্রয়োজনীয় , সময় সাশ্রয়ী অ্যাড অন্স।
বিশেষ দ্রষ্টব্যঃ অন্যান্য ব্রাউজার এর জন্য গুগল মামাকে খুঁচা দিন ।
আজ এই পর্যন্ত ।
ফেসবুকে আমি
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন………………
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।