আমি খুব সাধারণ মানুষ । সাধারণ থাকার চেষ্টা করি । এরপরেও যদি বাংলাদেশ ক্রিকেটদলকে পাকিস্তান পাঠানো হয় তবে এ সিদ্ধান্ত কোন অংশে আত্মঘাতি সিদ্ধান্ত অপেক্ষা কম হবে না ।
খবর হল এই যে ,পাকিস্তানের পেশোয়াড়ে তেহরিক ই তালেবানেরএক আত্মঘাতি হামলায় প্রান হারিয়েছেন জৈষ্ঠ্য মন্ত্রী বাশির বিলওয়ার । তার এই হত্যাআবারো পাকিস্তানের নিরাপত্তা ব্যাবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে ।
এতদিন অনেক অবিবেচক পাকিস্তানের দেয়া নিরাপত্তা ব্যাবস্থাকে সাপোর্ট করে বাংলাদেশ ক্রিকেট দলকে সেখানে পাঠাতে চেয়েছেন । তাদের জন্য খারাপ খবর এই যে,পেশোয়াড়ের জৈষ্ঠ্য পুলিশ কর্মকর্তা ইমরান শাহিদ দাবি করেছেন আওয়ামি ন্যাশনাল পার্টির ঐ প্রোগ্রামে নিরাপত্তার কোন কমতিই রাখেনিতারা ।
তবুও এই নিরাপত্তা ব্যাবস্থা গলে হামলা চালাতে সমর্থ হয় হামলাকারী ।
বিসিবির বোধোদয় হোক । বাশির বিলওয়ারের জায়গায় সাকিব তামিমদের দেখতে চাইনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।