ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার বৃহস্পতিবার ভোট দিলেন হেভিওয়েট ভোটাররা। এদিন উত্তর দিল্লিতে ভোট দেন সোনিয়া ও রাহুল গান্ধী। এছাড়াও লোকসভার সাত আসনে ভোট দেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, আম আদমী পার্টির অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল, দিল্লি বিজেপি প্রধান হর্ষ বর্ধন, কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকান ও দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দার সিং লাভলী।
দিল্লির আওরঙ্গজেব লেন কেন্দ্রের ৮৮ নং বুথে রাহুল গান্ধী ভোট দেন। একগাদা হেভিওয়েট প্রার্থীর মধ্যে সবার নজর ছিল ভারতের ভাবী প্রধানমন্ত্রীর দৌঁড়ে থাকা কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী পুত্র রাহুল গান্ধীর দিকে।
ভোট গ্রহণের মাত্র ২ ঘণ্টার মধ্যেই সকাল ৯টায় রেকর্ড সংখ্যক ১০ দশমিক ২ ভাগ ভোট পড়ে যায়।
নয়াদিল্লির মর্যদাপূর্ণ আসন থেকে লড়ছেন অজয় মাকান। তিনি সাংবাদিকদের জানান, কংগ্রেসের ভোটব্যাংক খ্যাত এ আসন থেকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। চারমাস আগেও এখান থেকে তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। দিল্লির ৭টি আসন থেকে তার দলের সব প্রার্থী জয়ী হবে বলে তিনি আশাবাদী।
এদিকে আম আদমী পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তার বাড়ি সংলগ্ন তিলক লেন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে বলেন, কংগ্রেস তাদের হার মেনে নিয়েছে। অপরদিকে মোদী ভাবছেন তিনি হবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ভারতের দশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ছিল- বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তর প্রদেশ, আন্দামান-নিকোবর, চন্ডীগড়, লাক্ষাদ্বীপ এবং দেশের রাজধানী দিল্লি।
বিহার, ছত্তিশগড়, উড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নাশকতার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলিতে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয় নজরদারি।
তৃতীয় দফায় ভোট হয়েছে- উত্তরপ্রদেশের হিংসা-বিধ্বস্ত মুজফফরনগরেও। উত্তরপ্রদেশের এই কেন্দ্রগুলির জন্যেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
তৃতীয় দফায় ভোটে অংশ নেন প্রায় এগারো কোটি ভোটার । ময়দানে রয়েছেন ১ হাজার ৪১৯ জন প্রার্থী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।