কীভাবে বাঁচা যায়, বেঁচে থাকার অবলম্বন তো আশা সেই আশাই আজ রুগ্ন, জীর্ণ আর শীর্ণ দেহে কালের ধকল ঠেকায় দ্রব্যমূল্যের উধ্বগতি, মামা শালাদের সম্প্রীতি, দুর্নীতি আর ঘুষঘোর গাঁজাঘেোরের কবলে কবলিত স্বদেশ কীভাবে বাঁচা যায় পথ বেরুলেই বাধা যানজট,এ্যাক্সিডেন্ট লোডশেডিং আর রাজনৈতিক সহিংসতা মৃত্যু, জখম, খুন লাশ গুম বাঁচার অবলম্বন নেই তবু মধ্যবিত্ত বেঁচে আছি শুকনো রুটি আর গুড়া মাছের ঝোলে কিংবা মোটা চাল আর এ্যাংকার ডালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।