সদ্য বৃষ্টি ঝরা মেঘের
আড়াল থেকে, সূর্য উঁকি দেয়।
তাকিয়ে থাকি, মেঘের কোণে
জমে থাকা, আলোর দিকে।
যেমন তাকিয়ে দেখি, পায়েল জড়ানো
রঙিন পায়ের, হঠাৎ জেগে ওঠা।
তাকিয়ে দেখি গোছানো হাতদুটো।
চাই ছুয়ে যেতে, যেমন চাই,
মেঘের বুকে যত্ন করে লালন করা
স্বপ্নগুলোকে, ভালবাসার স্পর্শ দিতে।
মেঘটা জানে, কতোটা ভালবাসি।
তাই পাহাড়গুলো রূপ বদলায়,
বৃষ্টি হয়ে নেমে আসে,
হাতদুটো ছোয়, আদর কোরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।