আমাদের কথা খুঁজে নিন

   

এপিঠ/ওপিঠ । (বাড়িওয়ালা ও ভাড়াটেদের জন্য)


এই কথাটি এক্কেবারে সত্য-
এক দেশে এক রাজা ছিলো নাম ছিলো তার দৈত্য।
দাঁত হলো তার তুলার মতো, হাত হলো তার বালিশ,
ঊনিশ থেকে বিশ হলেই সে করতো শুধু নালিশ।
চোখের ভেতর আস্ত সুরুজ লুকিয়ে রাখে সে-
খুশি হলে ঘুসি দিতো নিজের মাথাতে।

ভাবছো তুমি বলছি আমি মিথ্যে?
দেখতে তারে এসো তুমি থাকলে সাহস চিত্তে।
ঐ যে দেখো সিন্ধুর ওপার নীল চোঁয়ানো রেখা-
ডুব সাতারে গেলেই তুমি পাবে তাহার দেখা।
ভয় পেয়ো না নামটি তাহার যদিও বা দৈত্য,
বড্ডো ভালো সেই দৈত্যটি বিছানা তার পথ্য।

বলছো তুমি বানানো এক গল্প?
একদম খাঁটি দুধের মতো মিথ্যা নাহি অল্প।
প্রতিদিনই দৈত্যটা যে আসে সাঁঝের রাতে,
সব বাবুদের ঘুম পারায় সে বুলিয়ে হাত মাথে।
আমি যখন কাব্য লিখি রাত্রি জেগে জেগে-
ধমকিয়ে যায় আমায় তখন ভীষণ রেগে রেগে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।