ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘হরতাল-সহিংসতার প্রভাব তরুণ প্রজন্মের কাছে রাজনীতি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।’
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পর্ষদ’ আয়োজিত ‘হরতালের নীতিমালা ও আইনি বিধান প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা তিনি এ অভিমত দেন।
তিনি বলেন, ‘তরুণদের বোঝাতে হবে তারা যেন এ সহিংসতার হরতাল প্রত্যাখান করে। কারণ আজকের হরতাল হচ্ছে একমাত্র ক্ষমতার রাজনীতি কেন্দ্রিক।
তিনি আরও বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা হরতাল মানেই বুঝে ক্লাস বন্ধ, পরীক্ষা অনুষ্ঠিত হবে না, জ্বালাও পোড়াও, সহিংসতা, আগুন ও মানুষ মারার মত হৃদয় বিদায়ক ঘটনা। আর এসব কারণেই তারা দেশের রাজনীতির প্রতি বিমুখ হয়ে পড়ছে।’
এ সময় আলোচনায় অংশ নেন, সংগঠনের সদস্য সচিব অনন্ত আহমেদ, আহ্বায়ক খুশি কবির, সদস্য সচিব স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।