সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, পদ হারানোর ভয়ে জনগণের পক্ষে বিএনপি নেতারা কথা বলেন না। আর আওয়ামী লীগ নেতারা সরকারে থাকাতে সত্য কথা বলেন না। জনগণের পক্ষে কথা বলতে এত ভয় কেন? গতকাল জাতীয় প্রেসক্লাবে 'সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা, অবরুদ্ধ গণতন্ত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় সাবেক বিএনপি সরকারের এই মন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ অগি্নসেনা সংসদ এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান জহিরুল হক তুহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।আওয়ামী লীগ ও বিএনপি জনগণের প্রতি স্বৈরাচারী আচরণ করছে উল্লেখ করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দুই দলের স্বৈরাচারী আচরণের কারণে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। শেখ হাসিনা না হয় ভোটে কারচুপি করে ক্ষমতায় এসেছেন। কিন্তু বিরোধী দল (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করলে কত কোটি ভোট কারচুপি হতো? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, সেদিন গোপালি গোপালি না করে আপনি (খালেদা জিয়া) রাস্তায় নেমে এলে কি হতো? আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আদালত বর্জন করে রাস্তায় নেমে এলে বুঝব, আপনারা ন্যায়বিচার ও জনগণের পক্ষে কথা বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।